মানবপাচার আইনের মামলায় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে আটক রাখার জন্য আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তা ইভানকে সাত দিনের রিমান্ড দেয়ার জন্য আবেদন করেন।