আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়ালের রিসেপশনে নাচলেন উদিত নারায়ণ। কখনও স্ত্রী দীপা নারায়ণের সঙ্গে নাচতে দেখা যায় উদিতজিকে, আবার কখনও আদিত্যর সঙ্গে নাচতে দেখা যায় গায়ককে। কখনও আবার গোবিন্দর সঙ্গে ডান্স ফ্লোরে পা মেলান উদিত নারায়ণ।
এদিকে রিসেপশনের রাতে স্ত্রী শ্বেতা আগরওয়ালকে চুম্বন করতে দেখা যায় আদিত্যকে। কখনও আবার স্ত্রীকে ডান্স ফ্লোরে টেনে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে নাচতে শুরু করেন আদিত্য। রিসেপশনে হাজির অন্য তারকাদেরও ও জমিয়ে নাচতে দেখা যায় উদিত নারায়ণের ছেলের বিয়ের রিসেপশনে।