‘জ্বর রয়েছে, রয়েছে হালকা কাশিও। খাবারের স্বাদও পাচ্ছিনা। এই সমস্যাগুলো ছাড়া কোনো সমস্যা হচ্ছে না। ভালোই আছি।’ করোনা আক্রান্ত অভিনেত্রী তানজিন তিশার খোঁজ জানতে যোগাযোগ করা হলে নিজের বর্তমান শারীরিক অবস্থা এভাবেই জানালেন।
গত রোববার তিশা জানতে পারেন তার কোভিড-১৯ পজেটিভ।