ছুটছেন। তিনি ছুটছেন। ট্রেনের ছাদের উপর ছুটতে ছুটতে আচমকা ঝাঁপ দিলেন বরুণ ধবন। তারপর? রেললাইনে বসে থাকা বধির শিশুকে ট্রেন আসার ঠিক কয়েক সেকেন্ড আগেই বাঁচিয়ে নিলেন নায়কসুলভ ভঙ্গিতে।
ডেভিড ধবনের ‘কুলি নম্বর ১’-এর এই দৃশ্য নিয়ে দর্শকদের হাসির রোল উঠেছে! ছবি মুক্তি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্রোল, মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়।