Galaxy S21 Ultra 5G

এটিরও প্রি-অর্ডারওশুরু হয়ে গেছে। পাশাপাশি এটি প্রি-অর্ডার করলে পাবেন ২০ হাজার পর্যন্ত ছাড়!

এর রয়েছে ৬.৮-ইঞ্চি  QHD+ ডায়নামিক অ্যামোলেড ২ এক্স ইনফিনিটি-ও ডিসপ্লে।

পেছনে রয়েছে ১০৮ মেগা মেগাপিক্সেল ক্যামেরা। ফন্ট কেমেরায় রয়েছে ৪০ মেগাপিক্সেল।

পেছনে ১২ মেগা মেগাপিক্সেল ডুয়াল  পিক্সেল সেস্নর।

এর বেটারি রয়েছে ৫০০০ mAh-এর ব্যাটারি।

এর সাথে আরো থাকবে ১২ জিবি রেম ও  ২৫৬ জিবি স্টোরেজ।

Huawei Y7p

Huawei Y7p মোবাইলটি এশিয়ায় লঞ্চ হয়েছে। থাকছে ৪ জিবি RAM + ৬৪ জিবি রোম। এর রয়েছে  হোল-পাঞ্চ ডিসপ্লে ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ । অনলাইন স্টোর থেকে এর  প্রি-অর্ডারওশুরু হয়ে গেছে।

Huawei Y7p-এর  স্পেসিফিকেশন:
 থাকছে ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে।  
 অপারেটিং সিস্টেম থাকবে  Android 9 Pie। 

এতে আরো রয়েছে  Kirin ৭১০F চিপসেট।

RAM থাকছে ৪ জিবি আর ইন্টার্নাল স্টোরেজ থাকছে ৬৪ জিবি। চাইলে ৫১২ জিবি পর্যন্ত ফোনের স্টোরেজ  বাড়িয়ে নিতে পারবেন।

থাকছে ৪৮ মেগাপিক্সেল কেমেরা। (প্রাইমারি সেন্সার) + ৪ মেগাপিক্সেল ( ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) + ২ মেগাপিক্সেলের (ডেপ্ত সেন্সর)। ফন্ট কেমেরা থাকছে ৮ মেগাপিক্সেল।  আরো অবাক করার বিষয় হলো এর ৪,০০০ mAh-এর ব্যাটারি থাকবে।

Leave A Comment