অভিনয় বা জুটি হিসেবে বলিউডে বড় অবস্থানে শাহরুখ খান ও কাজলের নাম। আর এটা সবাই জানে এই জুটি একসাথে ছবি করা মানে রসায়নে ভরপুর। ঠিক তেমনই একটি সিনেমা ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিলো। যা এই জুটিকে বলিউডের ইতিহাসে শ্রেষ্ঠত্ব দান করেছে। সেটি হলো ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ভক্তরা ভালোবেসে এ ছবিকে ডিডিএলজে বলে।