বলিউডে বিতর্কের আরেক নাম কঙ্গনা রানাওয়াত। প্রায়ই তিনি নিজের ক্যারিয়ারের নতুন পুরনো ঘটনা সামনে এনে খবরের শিরোনাম হয়ে থাকেন। যেমন সম্প্রতি প্রযোজক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিরোধে জড়িয়ে এই নায়িকা মুখ খুলেছেন ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন’ ছবি নিয়ে।
কার জন্যই কুইন ছবিটিতে অভিনয়ে ‘হ্যাঁ’ বলেছিলেন জানিয়ে কঙ্গনা টুইটে লিখেছেন, প্রায় এক দশক দীর্ঘ লড়াইয়ের পর বলিউড আমাকে জানিয়েছে ছবিতে প্রধান চরিত্র হিসেবে কাজ করতে আমি সক্ষম, কোঁকড়ানো চুল এবং বসা গলার আওয়াজ নিয়ে ছবি চুক্তির সময় ভেবেছিলাম, ‘কুইন’ কখনো মুক্তিই পাবে না।
[…] […]