[ad_1]

হাইলাইটস

  • বিয়ে করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়
  • ফ্যানের সংখ্যা রীতিমতো হিংসা করার মতো৷
  • ছবিটি অবশ্য এখন মুক্তি পায়নি

এই সময় ডিজিটাল ডেস্ক: বিয়ে করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়৷ শুভশ্রীর দিদি দেবশ্রী কিন্তু জনপ্রিয়তার দিক থেকে একেবারেই কম নন৷ সোশাল মিডিয়ার তাঁর ফ্যানের সংখ্যা রীতিমতো হিংসা করার মতো৷ তাই তো ফলোয়ারদের হাত ধরে রাখতে নানা সময়, নানা পোস্ট করেন দেবশ্রী৷ তবে দেবশ্রী যে একেবারেই বোনের পরিচয়ের আলোতে আলোকিত নন, তার প্রমাণ পাওয়া যাবে খুব শীঘ্রই, কারণ দেবশ্রী ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন রাজর্ষি দে-র পরিচালনায় ‘আবার কাঞ্জনজঙ্ঘা’ ছবিতে৷ ছবিটি অবশ্য এখন মুক্তি পায়নি৷ তাতে কি? বিবাহবন্ধনে কিন্তু তিনি বেঁধে পড়লেন ঝটপট৷

দিদির বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে শুভশ্রী লিখলেন, ‘নতুন এক সফরের শুরু৷ এই মুহূর্ত সারাজীবনের পুঁজি৷ তোমার আশা, স্বপ্ন সব বাস্তবরূপ পাক৷ তুমি খুব সুখে থাকো, খুশিতে থাকো৷ আর জামাইবাবু তোমাকে আমাদের পরিবারের ওয়েলকাম জানাই৷’

গলায় গোলাপের মালা৷ গোলাপী বেনারসিতে সেজে উঠেছিলেন দেবশ্রী৷ একেবারে ছিমছামভাবে বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়লেন শুভশ্রীর দিদি৷ আর তার পাশে গাঢ় নীল রঙের প্রিন্স কোটে অমিত ভাটিয়া৷ দেবশ্রীর কপালে চুম্বনে ভরিয়ে দিলেন৷ দিদি-জামাইবাবুর এই মুহূর্তের ছবিই শেয়ার করে শুভেচ্ছা জানালেন শুভশ্রী৷

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।[ad_2]
Source link

Leave A Comment