গত বছরের এপ্রিল মাসে রোশন সিংকে বিয়ে করেছিলেন কলকাতার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এক বছর বেশ ভালোই কাটঠিলো তাদের। কিন্তু সম্প্রতি টলিগঞ্জে তাদের নিয়ে জল্পনা ঘুরে বেড়াচ্ছে। তা হলো; নব এই দম্পতির সম্পর্কে নাকি চির ধরেছে! পূজার আগ থেকেই তারা আলাদা থাকছেন তেমনটা জানিয়েছেন রোশন সিং। তবে সংসার ভাঙা নিয়ে এখনও মুখ খোলেননি শ্রাবন্তী।