সকাল হলেই উজানপুর গ্রামের প্রতিটা ঘরে স্বামীরা সংসারের যাবতীয় কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কারণ এই গ্রামের বেশিরভাগ বউ বিদেশে কর্মরত।
স্ত্রীর পাঠানো বিদেশি টাকায় কোন কোন স্বামী ইট কিনে রেখেছে দালান তুলবে বলে। কেউ আবার খুব দাম্ভিকতা নিয়ে চলে স্ত্রী বিদেশে কর্মরত বলে।