বন্ধুত্ব খুব সহজে হয় না। গত ২০-৩০ বছর ধরে যাদের চেনেন, যাদের জানেন, একমাত্র তারাই বন্ধু। নতুন করে কেউ তার বন্ধু তালিকায় জায়গা পান না। নতুনদের সঙ্গে পরিচয় হয়, কথা হয় কিন্তু তারা কেউ বন্ধু নন। এবার এভাবেই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন বলিউড সুপারস্টার সালমান খান। একটি সাক্ষাতকারে সম্প্রতি হাজির হন তিনি। যেখানে সালমান বলেন, যারা তার বন্ধু, প্রত্যেকে তাকে জানেন প্রায় ৩০ বছর আগে থেকে। নতুনদের তালিকায় কেউ তার বন্ধু নেই।