কাসাব্লাঙ্কা নামের সাইবার অপরাধী চক্র লোডা–র‍্যাট ম্যালওয়্যার দিয়ে হামলা চালাচ্ছে। স্মার্টফোনও ঝুঁকিতে।

ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামের মাধ্যমে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার এবং স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে ভাইরাস ছড়ানো, গুপ্তচরবৃত্তিসহ সাইবার হামলার ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে এখন বাংলাদেশও রয়েছে।

কাসাব্লাঙ্কা নামের একটি বৈশ্বিক সাইবার অপরাধী চক্র লোডা–র‍্যাট নামের ম্যালওয়্যার দিয়ে এ হামলা চালাচ্ছে। লোডা–র‍্যাটের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনেও আক্রমণ চালাচ্ছে। সব মিলিয়ে বিপদের আশঙ্কা অনেক বেড়ে গেছে।

One Comment

  1. […] আরো পড়ুনঃ- সাইবার গুপ্তচরদের লক্ষ্যে বাংলাদেশ […]

Leave A Comment