আনাস সাঈদ অত্যন্ত ভালো মানুষ। আনাসকে নিজের জীবনে পেয়ে তিনি খুশি। ফলে শিগগিরই তিনি মা হতে চান বলে জানান সানা খান। যদিও আনাস তাঁকে কখনও এ বিষয়ে তাড়াহুড়ো করতে বলেননি কিন্তু তিনিই শিগগিরই মা হতে চান বলে জানান। এদিকে হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে। সে কারণেই হয়তো তাকে কভিড পরীক্ষা করতে হহয়েছিল। আর সেই পরীক্ষার ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন।  

সম্প্রতি গুজরাটের আলেম মৌলানা আনাস সাঈদের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সানা খান।

Leave A Comment