রাজধানীর দুটি বড় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যেতে হয়েছে নায়ক ফারুককে। সাত বছর ধরে সিঙ্গাপুরের ওই হাসপাতালেই স্বাস্থ্যপরীক্ষা করান তিনি। সেখানে যাওয়ার পর চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি ভালো আছেন।

ফারুকের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি প্রথম আলোকে জানান, সিঙ্গাপুরে যাওয়ার পর স্বাস্থ্যপরীক্ষা ও পথ্য গ্রহণের পর কিছুটা ভালো আছেন ফারুক। তাঁর সব পরীক্ষার ফল ভালো।

Leave A Comment