এই বছর ভিন্নতর এক অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন আয়োজকরা। বিশ্ব চলচ্চিত্রের পীঠস্থান হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কার, অস্কার খ্যাত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-২০২১ আসরে সেই প্রতিশ্রুতিই রাখলেন তারা।

এই বছর কোনো উপস্থাপক ছাড়াই সিনেমার সেটে অনুষ্ঠানটি করেন জেসি কলিন্স, স্টেসি শের ও স্টিভেন সডেরবার্গ। উপস্থাপকদের মূলত অনুষ্ঠানের অভিনয়ের তালিকায় প্রদর্শন করানো হয়।মূল অভিনেতা (উপস্থাপক) রেজিনা কিংসের দৃশ্যপটে ঢোকার সাথে সাথে কোরিওগ্রাফি সংশ্লিষ্ট সকলের নাম পর্দায় ভেসে উঠে।

আরো পড়ুন: মুম্বাই থেকে দিল্লিতে অক্সিজেন পাঠাচ্ছেন সুস্মিতা

Leave A Comment