দেহান্তর মানেই নিশ্চিহ্ন হয়ে যাওয়া না, শেষ হয়ে যাওয়া না। চলে যাওয়া মানে প্রস্থান না। চলে যাওয়ার পরও অনেক স্মৃতি যেমন থেকে যায়, তেমনি অনেক কথাও শুরু হয়। সে ‘চলে যাওয়া’ সুশান্ত সিং রাজপুতের মতো অকালে হয়, অস্বাভাবিক হয়, তাহলে তো কথার বাঁধ ভাঙা স্রোত তৈরি হয়। নানা মত, নানা আলোচনা হয়। সামনে আসে শত শত প্রশ্ন।

​তেমনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। কেন সুশান্ত আত্মহত্যা করলেন?

Leave A Comment