দুই মাসের জন্য গত বৃহস্পতিবার সূর্যকে বিদায় বলে দিলো যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উটকিয়াগভিক শহরের বাসিন্দারা। সেখানে প্রায় ৬০ দিনের বেশি সময় ধরে আর দেখা যাবে না সূর্য।যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের এই শহরটি দক্ষিণ মেরুতে অবস্থিত হওয়ায় প্রায় ৬৫ দিন অন্ধকারের মধ্য থাকবেন সেখানকার বাসিন্দারা। এই অন্ধকারের সময়টি বলা হয় পোলার নাইট।