করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ফুলের বাজার। গত এপ্রিলেও বিক্রি না হওয়ায় ফুল ফেলে দিতে হচ্ছিল কৃষকদের। তবে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান শুরু হলে আবারও বেড়ে যায় ফুলের চাহিদা। ফলে টানা পাঁচ মাসের মন্দা সরে গিয়ে ফিরে এলো প্রাণচাঞ্চল্য।
ফুল উৎপাদন, বাজারজাতকরণ ও খুচরা ফুল ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থেকে প্রায় ৫০ লাখ মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। এখন আবার ফুল বিক্রি শুরু হওয়ায় ফুল চাষিরা শেড তৈরি, চারা রোপণ ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন।