সৌমিত্র-সুজাতা জুটির দীর্ঘ ১০ বছরের মসৃণ সম্পর্কে বড়সড় ফাটল বা শোভন-বৈশাখীর সম্পর্কেকে ছাপিয়ে টি আরপি রেটিং-এ দ্রুত উঠে এসছে যে দুটো নাম তাঁরা হলেন শোভন-স্বস্তিকা। ইনস্টাগ্রামে তাঁদের ডেটিং- এর ছবি থেকে শুরু হয়েছে নানা জল্পনা। আগামী বছর বিয়ে থেকে বাগদান, উঠে আসছে নানা কথা। এই প্রথম একসঙ্গে সরাসরি সম্পর্ক নিয়ে মুখ খুললেন তাঁরা আনন্দবাজার ডিজিটালের সামনে।