‘ভূত ডট কম’ ও ‘পাতালপুর’-এর সাফল্যের পর স্বাধীন মিউজিক অ্যাপ এবার নিয়ে আসছে আরও একটি ভিন্নধারার অনুষ্ঠান- ‘বলতে পারি না, বলতে চাই’।
প্রথম দেশের কোনও প্রচারমাধ্যম মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের নানা আলোচিত ঘটনাগুলো সবার সামনে তুলে আনবার লক্ষ্যে সাজিয়েছে এই পডকাস্ট। জনপ্রিয় রেডিও উপস্থাপক অরুণিমা প্রায় দুই বছর পর ফেরত আসছে মাইকের সামনে, এই অনুষ্ঠানটির জন্য।