২৫ এপ্রিল, ২০১৭। সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে দেখি সিঁড়ি ও পাশের দেয়াল ভেজা। পানি গড়িয়ে পড়ছে। অথচ ছাদের কোথাও পানি জমে নেই। বাইরে বৃষ্টির পানি, ভেতরে ঢোকার সুযোগও নেই। এই পানি এল কোথা থেকে? পরে জানলাম,

সেদিন দুপুরের পর থেকে আশপাশের বিভিন্ন এলাকায় ঘরবাড়ির দেয়াল ও মেঝে ভিজে ওঠে। বাংলাদেশের সীমান্তসংলগ্ন ত্রিপুরায়ও এ রকম দেখা গেছে। অনেকে আশঙ্কা করছিলেন, এটা হয়তো ভূমিকম্পের পূর্বাভাস। কেউ কেউ ভাবলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কোনো মারাত্মক আবহাওয়া বিপর্যয় ঘটতে চলেছে।

আরও পড়ুনঃ- মশার কয়েলের ধোঁয়া কতটা ক্ষতিকর?

Leave A Comment