অসুস্থ থাকার পরে, সুস্থ হয়ে অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ‘আশিকি’র নায়ক রাহুল রায়। নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর নিশ্চিত করেছেন রাহুলের পরিচালক বন্ধু নীতিন কুমার গুপ্তা।
রাহুলকে চিনতে পেরেছেন তো? না চিনতে পারলে এই গানটা ক্লিক করুন, নিমিষেই চিনে ফেলবেন, কেননা উপমহাদেশে রাহুল রায় হৈচৈ ফেলে দেয়া একটি নাম।