হাসান মাসুদ নাটকের মানুষ ছিলেন না। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবিতে অন্য রকম একটি চরিত্রে তাঁকে পাওয়া যায়। অভিষেক সিনেমাটি দিয়েই দর্শকের নজরবন্দী হয়ে যান এই অভিনেতা। পরে টেলিভিশন ধারাবাহিক ‘৬৯’-এ কাজ শুরু করেন। বলাই বাহুল্য, দারুণ জনপ্রিয়তা পান এই অভিনেতা।

তারপর একের পর এক নাটকে অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালে নীরবে সরে যান বিনোদন অঙ্গন থেকে। কেটে যায় প্রায় চার বছর।

Leave A Comment