
এই মৌসুমে বার্সেলোনার কোপা দেল রে জয়ের প্রত্যাশা সুতোয় ঝুলিয়ে দিয়েছে সেভিলা।গত বুধবার সেভিলার কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়ে ফিরতি লেগকে কঠিন করে তুলল কাতালানরা।
ফরাসি ডিফেন্ডার ইউলেস কুন্দে ম্যাচের ২৫ মিনিটে সেভিয়ার হয়ে গোলের সূচনা করেন।উমতিতির ভূলের কারণে বার্সার জালে গোলটি গড়ায়।
মাঝ মাঠ থেকে বল নিজের দখলে রেখে বার্সার ডিফেন্ডারকে পেছেনে ফেলে চমৎকার এক ড্রিবলিংয়ের মাধ্যমে উমতিতিকে বোকা বানিয়ে দারুণ এক গোলের উপহার দেন তার সতীর্থদের।
বেশ কয়েকটি আক্রমণ করেছেন মেসি। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আরকি, মেসির প্রত্যেকটি শট আটকে দেন প্রতিপক্ষের গোলরক্ষক।
ম্যাচের শেষ পাচঁ মিনিট আগে আবার বার্সার জালে বল জড়ায়- ইভান র্যাকিতিচ।
একটি পেনল্টির পাওয়ার সুযোগ হতে পারত বার্সার, কিন্তু রেফারি তা ফ্রি কিক দেন। মেসির করা বিপদজনক ফ্রি কিকটিও প্রতিপ্রক্ষের গোলরক্ষকের কড়া নজরদারির কারণে গোলে পরিণত হয়নি।
পুরো ম্যাচে মেসিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আক্রমণ করতে দেখা গেছে। ভাগ্য সহায় থাকলে হয়ত একের অধিক গোলের দেখা পেত মেসিরা।
কিন্তু উল্টো ২ গোল হজম করে ম্যাঠ ত্যাগ করতে হয়েছে কাতালানদের।
