বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম ও তার স্ত্রী নাট্যনির্মাতা জিনাত হাকিমের উদ্যোগে গোয়ালন্দের হতদরিদ্র অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় স্থানীয় সাহাজদ্দিন মণ্ডল ইন্সটিটিউট প্রাঙ্গণে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।নাট্যনির্মাতা জিনাত হাকিম বলেন, দেশে চলতি বছর মার্চ মাস থেকে করোনা মহামারী মোকাবেলায় লকডাউনে অনেক লোক কর্মহীন হয়ে পড়েন।