21views
মায়ের লাশের সঙ্গে দীর্ঘ ৯ মাস ঘরে কাটানোর ঘটনা প্রকাশ্যে এল গত শনিবার। এই ঘটনাকে ঘিরে ভারতের মুম্বাইয়ের বান্দ্রার চুইম গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে খবর, লকডাউন চলাকালীন গত মার্চেই মহিলার বৃদ্ধা মা মারা যান। বিষয়টি কেউও টের পায়নি। মায়ের লাশ আগলে রেখে এক ঘরেই বাস করছিলেন ওই নারী।
