গাঁজার উৎস খুঁজতে গিয়ে মাঠে নামে পুলিশ। তবে সারি সারি গাঁজার গাছের বদলে পেয়েছে সারি সারি কম্পিউটার যন্ত্রাংশ। আর যা দিয়ে তৈরি করা হয় বিটকয়েন।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের স্যান্ডওয়েলের গ্রেট ব্রিজ ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে কিছু একটা চলছে, এমন খবর পেয়েছিল ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। গত ১৮ মে সেখানে হানা দেয় তারা। তবে সারি সারি গাঁজার গাছের বদলে পেয়েছে সারি সারি কম্পিউটার যন্ত্রাংশ। সেখানে প্রায় ১০০টি কম্পিউটার ইউনিট ছিল বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বাংলাদেশেও ফেসবুকের ফ্যাক্ট চেকিং

Leave A Comment