আপনি যদি ত্বক যত্ন করায় একদম নতুন হয়ে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনি খুব একটা দক্ষ নন। তাই ত্বকের যত্নে কোন কোন জিনিসের দিকে বেশি মনোযোগ দিতে হবে, কোনটি আগে করতে হবে, কোনটি পরে, কিভাবে করতে হবে তা নিয়ে এলোমেলো এক পরিস্থিতিতে পড়াটা সাধারণ একটা ব্যাপার। তাই যাদের অজানা তারা খুব সহজেই এ চেকলিস্টটি মেনে চলতে পারেন।

ত্বকের যত্ন বলতে অনেকেই মনে করেন ত্বকের জন্য অনেক বেশি প্রসাধনীর প্রয়োজন হয়। কিন্তু তা মোটেও সঠিক নয়। প্রতিদিন কয়েকটি নিয়ম মেনে চললেই ত্বক ভালো রাখা সম্ভব।

Leave A Comment