বাংলাদেশে এই প্রথম আসছে ই-লার্নিং নিয়ে বাংলা বই। যাতে থাকবে  অনলাইন বিষয়ের অনেক তথ্য যে কেউ চাইলে ই-লার্নিং নিয়ে পড়তে ও শিখতে পারবে। বইটি মূলত লিখেছেন বিশ্বে মডার্ন ই-লার্নিংয়ের পথিকৃৎ ড. বদরুল হুদা খান। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প বইটি ইতিমধ্যেই বাংলায় ট্রানন্সলেট করার কাজ শেষ করেছে।

বাংলায় বেইটির নাম দেয়া হয়েছে নাম ‘ই-লার্নিং: উম্মুক্ত এবং বিভাজিত শিখণ পরিবেশ’। ২০২১ সালের বইমেলায় বইটি প্রকাশ করবে বলে জানিয়েছে এটুআই।

ই-লার্নিং বিশেষজ্ঞ অধ্যাপক ফারুক আহমেদ টেকশহরডটকমকে জানান, বইটির কাজ প্রায় শেষ। এখন প্রুফ রিডিংয়ের কাজ চলছে। আমরা বইটি ২০২১ সালের অমর একুশে বই মেলায় প্রকাশ করতে পারবো এবং আশা করছি এটি শিক্ষার্থীদের অনেক কাজে আসবে।

. বদরুল হুদা খান টেকশহরডটকমকে জানান,

একসময় ঘরে বসে পাড়া-লেখা করার কথা আমরা ভাবতেই পারতাম না এখন তা ই-লার্নিংয়ের মধ্যমে খুবিই সহজ থেকে সহজতর হয়ে এসেছে তবে আমাদের দেশ এর থেকে কিছুটা পিছিয়ে, যদিও আমাদের দেশে ব্যক্তিগত ভাবে অনেকেই এটার উপর কাজ করছে। কিন্ত এর কোন বই বা স্কুল নেই। তাই এই বইটি ই-লার্নিং শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে এবং এটি ‘শিক্ষা এবং প্রশিক্ষণ’ ক্ষেত্রে এক নতুন বিপ্লব নিয়ে আসবে বলে আশা করছি আমরা।

তিনি আরো বলেন ১৯৮১ সালে আমি আমেরিকা আসি পড়া লেখা করার জন্য যদি এখনকার মত এত সুভিদা থাকতো তাহলে এত কষ্ট করে এতদুর আসা লাগতো না। ঘরে বসেই বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস করতে পারতাম। যা আমরা আশির দশকে স্বপ্নেউ ভাবতে পারিনি।

তিনি আরো বলেন বইটি পরিপূর্ণ ই-লার্নিংয়ের উপর ভিত্তি করে লেখা এবং বইটির মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের ই-লার্নিং শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে সহায়তা করা।

Leave A Comment