ভারতীয় নাগরিকদের ডাটা নিরাপত্তা, ব্যক্তিগত কথোপকথন অচিরেই ফাঁস করছে নতুন প্রাইভেসি পলিসি। তাই এই নতুন পলিসি সরাতে হোয়াটসঅ্যাপকে আবেদন করেছে ভারত। হোয়াটসঅ্যাপকে নোটিশ পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি এবং ইলেকট্রনিকস মন্ত্রণালয়। নোটিশে বলা হয়েছে, ডাটা এবং তথ্যগত নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এই প্রাইভেসি পলিসি। আগামী ২৫ মের মধ্যে এই নোটিশের পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপকে জবাব দিতে বলা হয়েছে। না হলে দেশীয় আইনে এই মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত। 

এদিকে ভারতের সুপ্রিম কোর্ট গত ফেব্রুয়ারিতে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের নতুন গোপনীয়তা নীতি নিয়ে কেন্দ্র এবং হোয়াটসঅ্যাপকে নোটিশ দিয়েছিল।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের বিতর্কিত নতুন নীতি কার্যকর হলো

Leave A Comment