করোনার কারণে মহাসঙ্কটের মধ্য পড়েছে চলচ্চিত্র। এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আমি আসলে এসব নিয়ে কথা বলতে চাই না। যে বিষয়ের সমাধান আমার কাছে নেই সেটি নিয়ে বলে কোনো লাভ নেই। প্রতিদিন টেলিভিশনে টকশো হচ্ছে। কেউ না কেউ এসব নিয়ে কথা বলছেন। কিন্তু এতে লাভ কী হচ্ছে।

আমার তো মনে হয় তিন হাজার, পাঁচ হাজার টাকার খাম ছাড়া ওই সব টকশোতে আলোচকদেরও কোনো কিছু পাওয়ার থাকে না।বর্তমানে সিনেমা হল আছে মাত্র ৩০টি, তাও সিনেমা নেই, প্রযোজক নেই, প্রযোজনা সংস্থা নেই। আগে প্রোডাকশন হাউজের নাম শোনে বলে দেয়া যেত, তাদের ছবি চলবে।

আরও পড়ুন: ‘কৌন বানেগা ক্রোড়পতি’ সিজন-১৩ নিয়ে ফিরছেন অমিতাভ বচ্চন

Leave A Comment