প্রকৃতি প্রেমিক না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবুজের ঘ্রাণ আমাদের সবাইকে কাছে টানে, আর একটু সবুজের ছোঁয়া পেলে মন স্নিগ্ধ হয়ে ওঠে। ইট পাথরের এই শহরে আমাদের প্রিয় ঘরটাকে নিজের মতো করে অনেকভাবেই সাজাতে পারি। বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট বা বাহারি ফুলের গাছ আমাদের ঘরটিকে করে তোলে আরও সুন্দর। ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে ইনডোর প্ল্যান্টের নাম, পরিচর্যা নিয়ে লিখেছেন রফিকুল ইসলাম।যদি ইনডোর প্ল্যান্ট সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে ঘরের সৌন্দর্য বাড়াতে আমাদের সুবিধা হবে। ঘরে আমরা যে গাছ রাখতে পারি তার মধ্যে রয়েছে কয়েক রকমের পাতাবাহার, মানিপ্ল্যান্ট, ক্যাকটাস, বাঁশপাতা, ডের্জাট রোজ, থাই রোজ, কেবি রোজ, ডেসিরা, পাথরকুচি, কলকি লাভ ক্যাকটাস, বট বনসাই, ফাইসহ আরও অনেক গাছ। এ ছাড়াও আপনার বারান্দায় ঝুলাতে পারেন পাতাবাহার, অর্কিড, ঝুড়িলতা, মোকরা, একললিমাসহ আরও অনেক গাছ।

Leave A Comment