[ad_1]

হাইলাইটস

  • করোনায় আক্রান্ত হলেন ইন্ডিয়ান আইডল ১২ -র সঞ্চালক তথা গায়ক আদিত্য নারায়ণ।
  • টুইট করে নিজেই এই কথা জানিয়েছেন তিনি।
  • টুইটার আদিত্য লিখেছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি এবং আমার স্ত্রী শ্বেতা আগরওয়াল করোনা পজিটিভ।

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন ইন্ডিয়ান আইডল ১২ -র সঞ্চালক তথা গায়ক আদিত্য নারায়ণ। নিজেই এই কথা জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে আদিত্য লিখেছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি এবং আমার স্ত্রী শ্বেতা আগরওয়াল করোনা পজিটিভ। আমরা দুজনেই কোয়ারেন্টাইনে রয়েছি।’ গায়ক উদিত নারায়ণের পুত্র আরও লেখেন, ‘আমাদের জন্য প্রার্থনা করবেন। এই সময় কেটে যাবে।’
আদিত্য নারায়ণের এই পোষ্ট শেয়ার করার সঙ্গে সঙ্গেই দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন তাঁর বন্ধু এবং ভক্তরা। গায়িকা নেহা কক্কর নিজের বন্ধুকে ‘গেট ওয়েল সুন’ বার্তা পাঠিয়েছেন। অভিনেতা রাহুল সুধীর বন্ধুকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য বার্তা দিয়েছেন। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে বিয়ে করলেন আদিত্য নারায়ণ ও শ্বেতা আগরওয়াল। উদিত ও দীপা নারায়ণকে ছেলের বিয়েতে জমিয়ে নাচতে দেখা গিয়েছিল।

অন্যদিকে, কনে শ্বেতা আগরওয়ালেরও ছবি ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। তিনিও পরেছিলেন আইভরি সাদা লেহেঙ্গা। সঙ্গে ছিল গোলাপি ওড়না। করোনার কালবেলায় নিয়ম মেনেই বিয়ের অনুষ্ঠান করেন নারায়ণ ও আগওয়াল পরিবার। একেবারেই ছিমছাম ছোট করে বিয়ের অনুষ্ঠান করেন তাঁরা। ৫০ জনেরও কম অতিথি ছিল এই অনুষ্ঠানে। বলিউড সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়ে।

aditya

ফাইল ফটো (ছবি সৌজন্য- ফেসবুক)

বিগত বেশ কয়েকদিন ধরেই একাধিক বলি তারকার শরীরে থাবা বসিয়েছে করোনা। ভাইরাস থাবা বসিয়েছে রণবীর ও আলিয়ার শরীরে।গত ৯ মার্চ রণবীর কাপুরের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপর করোনার গ্রাসে পড়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালিও। এর জেরে টানা কয়েক সপ্তাহ বন্ধ ছিল শ্যুটিং। সদ্যই নতুন করে শ্যুটিং ফ্লোরে ফেরে গোটা টিম আর তার মাঝেই ফের বিপত্তি। যদিও সেই সময় আলিয়া নিজেকে কোয়ারেন্টাইন করে নেন। তখন তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। সম্প্রতি, রণবীরের সঙ্গে জুটি বেঁধে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র ছবিতে অভিনয় করছে ন আলিয়া৷ সম্প্রতি এই ছবির ক্লাইম্যাস্কও শুটিং হয়েছে৷ কালী মূর্তির সামনে দাঁড়িয়ে ছবিও পোস্ট করেছিলেন আলিয়া৷ বেশ কয়েক মাস আগে রণবীরের মা নিতু কাপুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷ নতুন ছবি ‘যুগ যুগ জিও’-এর শুটিং করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছিলেন নিতু৷ সোশাল মিডিয়ায় নিতু নিজেই জানিয়েছিলেন তাঁর অসুস্থতার কথা৷

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

[ad_2]
Source link

Leave A Comment