[ad_1]

আলিয়া ভাটের ইনস্টাগ্রাে স্টোরি। সৌজন্যে- ইনস্টাগ্রাম।
এদিকে, মধ্যরাতে ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লেখেন, ‘ইতিমধ্যেই নিজেকে আইসোলেট করে ফেলেছি। বাড়িতেই আইসোলেশনে রয়েছি।’ চিকিৎসকদের পরামর্শ এবং সরকারের তরফে জারি সমস্ত কোভিডবিধি মনে চলবার কথাও জানান আলিয়া।
প্রসঙ্গত, গত ৯ মার্চ রণবীর কাপুরের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপর করোনার গ্রাসে পড়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালিও। এর জেরে টানা কয়েক সপ্তাহ বন্ধ ছিল শ্যুটিং। সদ্যই নতুন করে শ্যুটিং ফ্লোরে ফেরে গোটা টিম আর তার মাঝেই ফের বিপত্তি। যদিও সেই সময় আলিয়া নিজেকে কোয়ারেন্টাইন করে নেন। তখন তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। সম্প্রতি, রণবীরের সঙ্গে জুটি বেঁধে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র ছবিতে অভিনয় করছেন আলিয়া৷ সম্প্রতি এই ছবির ক্লাইম্যাস্কও শুটিং হয়েছে৷ কালী মূর্তির সামনে দাঁড়িয়ে ছবিও পোস্ট করেছিলেন আলিয়া৷ বেশ কয়েক মাস আগে রণবীরের মা নিতু কাপুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷ নতুন ছবি ‘যুগ যুগ জিও’-এর শুটিং করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছিলেন নিতু৷ সোশাল মিডিয়ায় নিতু নিজেই জানিয়েছিলেন তাঁর অসুস্থতার কথা৷
আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়ে বলিউড গুঞ্জন তুঙ্গে৷ শোনা গিয়েছে, নতুন বছরেরে শেষেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া৷ তবে সে নিয়েও আলিয়া বা রণবীরকে স্পষ্ট কিছু বলতে শোনা যায়নি৷ অন্যদিকে, কয়েকদিন আগে রণবীর ও আলিয়া দু’জনে মিলে জঙ্গল সাফারিও করে এসেছেন৷ সঙ্গে যোগ দিয়েছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন৷ সেই ছবি ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়৷
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Source link