[ad_1]

হাইলাইটস

  • প্রয়াত বলিউড অভিনেতা অরমান কোহলি
  • সংবাদমাধ্যমে দেখা যায়নি রজনীশকে
  • তবে বলিউডের ছবি দেখতে পছন্দ করতেন তিনি

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রয়াত বলিউড অভিনেতা অরমান কোহলির ভাই রজনীশ কোহলি৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৪৪৷ বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অরমান কোহলির ভাই রজনীশ৷

রজনীশ ছোটবেলা থেকেই ছিলেন বিশেষভাবে সক্ষম৷ তাই কখনও সংবাদমাধ্যমে দেখা যায়নি রজনীশকে৷ খুব একটা বেশি মানুষের সঙ্গে দেখাও করতেন না তিনি৷ অরমান, রজনীশকে ভাই কম, ছেলে হিসেবেই যত্ন করতেন৷ তবে কোহলি পরিবারের সঙ্গে যাঁরা বহুদিন থেকে জড়িত, যেমন ধর্মেন্দ্র, মিকা সিং, সুনীল শেট্টি ব্যক্তিগতভাবে রজনীশকে চিনতেন৷

রজনীশ সরাসরি বলিউডে জড়িত ছিলেন না৷ তবে বলিউডের ছবি দেখতে পছন্দ করতেন তিনি৷ যেমন দাদার অর্থাৎ অরমান কোহলি অভিনীত ছবি ‘জানি দুশমন’, ‘Loc কারগিল’, ‘প্রেম রতন ধন’ দেখে দাদার অভিনয়ের প্রশংসা করেছিলেন রজনীশ৷
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

[ad_2]
Source link

Leave A Comment