[ad_1]
হাইলাইটস
- থ্রিডিতে এবার রামায়ণ
- বলিউডে বহুদিন আগে থেকে চর্চা শুরু হয়েছে
- চিত্রনাট্য নাকি পছন্দ করেছেন দীপিকা
তবে চমকের শেষ শুধু এখানেই নয়৷ আরও বড় খবর হল, এই ছবিতে রাম ও সীতা৷ রামায়ণ তৈরি হচ্ছে শুনলেই পর পর মাথায় আসে কে হবেন রাম, কে হবেন সীতা৷ কে হবেন রাবণ৷ এই নিয়ে বলিউডে বহুদিন আগে থেকে চর্চা শুরু হয়েছে৷ উঠে এসেছে অনেকের নাম৷ তবে ফাইনাল কথা নাকি হয়েছে দীপিকা পাড়ুকোনের সঙ্গেই৷ পরিচালক মধু মনটেনার চিত্রনাট্য নাকি পছন্দ করেছেন দীপিকা৷
অন্যদিকে শোনা গিয়েছিল মধুর এই ছবিতে রাম হবেন হৃত্বিক রোশন৷ তবে এখন শোনা যাচ্ছে মধু নাকি চিত্রনাট্য শুনিয়েছেন দক্ষিণী সুপারস্টার মহেশকে৷ মহেশের নাকি পছন্দ হয়েছে৷ তবে সবুজ সংকেত এখনও মেলেনি মহেশের তরফ থেকে৷
এখন শুধু মহেশ ও দীপিকা হ্যাঁ করলেই ঝটপট শুরু হবে রামায়ণের শুটিং৷
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
[ad_2]
Source link