[ad_1]

হাইলাইটস

  • ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক৷
  • দেবের কাছ থেকে এই খবর পেয়ে দারুণ খুশ নেটিজেনরা
  • অনেকে আবার পুরো স্টারকাস্ট ফাঁস করার অনুরোধ জানিয়েছেন৷

এই সময় ডিজিটাল ডেস্ক: না! এর মধ্যে কোনও রাজনীতি খুঁজবেন না৷ বরং এটি খাঁটি সিনেমার কথা৷ এবার জুটি বাঁধতে চলেছেন মিঠুন চক্রবর্তী ও দেব! আর এই সু-খবর শেয়ার করলেন দেব নিজেই৷

ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক৷ গপ্পোটা হল, দেব তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ছবি৷ ছবিতে দেবের সঙ্গে রয়েছেন মিঠুন চক্রবর্তী৷ সেই ছবি শেয়ার করে দেব লিখলেন নতুন ছবির কথা৷

ইনস্টাগ্রামে দেব লিখলেন, ‘আমার নেক্সট প্রোজেক্ট ঘোষণা করে দারুণ গর্ববোধ করছি৷ দেব এন্টারটেনমেন্ট ও বেঙ্গলটকিজ একসঙ্গে এবার নতুন এক সিনেমা করতে চলেছে৷ যেখানে রয়েছেন মিঠুন চক্রবর্তী ও আমি৷ দারুণ এক্সাইটেড৷ ছবির পরিচালক অভিজিৎ সেন৷’

দেবের কাছ থেকে এই খবর পেয়ে দারুণ খুশ নেটিজেনরা৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় নেটিজেনরা প্রশংসা শুরু করেছেন দেবের৷ এমনকী, অনেকে তো ছবির গল্পই জানতে চেয়েছেন৷ অনেকে আবার পুরো স্টারকাস্ট ফাঁস করার অনুরোধ জানিয়েছেন৷
‘মুখ্যমন্ত্রীর জন্যও এত করি না’, রোড শোয়ে মেজাজ হারালেন নুসরত!

তবে আপাতত, এই নিয়ে আর কোনও মন্তব্য করতে চাননি দেব৷ শুধুই রেখেছেন রহস্য৷
ইতিমধ্যেই সামনে এসেছে দেবের নতুন ছবি গোলন্দাজের পোস্টার৷ গতমাসেই গোলন্দাজের শুটিং শেষ করেছেন দেব৷ সিনেমার পাশাপাশি দেব এখন দলীয় প্রার্থীর ভোট প্রচারেও ব্যস্ত রয়েছেন৷ তাছা়ড়া, সোশাল মিডিয়ায় রুক্মিণী-দেব জুটি কিন্তু দারুণ হিট৷ এই নতুন ছবিতে রুক্মিণী থাকবেন কিনা, তা নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতুহল রয়েছে ৷
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।[ad_2]
Source link

Leave A Comment