[ad_1]
হাইলাইটস
- দেবলিনা৷ বরং একেবারে বিন্দাস হয়ে ভিডিয়ো
- আপলোড করলেন ভ্যাকেশন ফিলিংয়ের ভিডিয়ো
- তাঁর নাচের কায়দাতেই বোঝা যাচ্ছে যে ছুটির আমেজে তিনি মত্ত
এবার দেবলিনা আপলোড করলেন ভ্যাকেশন ফিলিংয়ের ভিডিয়ো৷ যেখানে একেবারে অন্য অবতারে দেখা গেল অভিনেত্রীকে৷
তা কেমন ভিডিয়ো আপলোড করলেন দেবলিনা?
দেবলিনা সম্প্রতি যে ভিডিয়ো আপলোড করেছেন তাতে দেখা গিয়েছে, হট প্যান্ট পরে, সাদা শার্ট পরে সমুদ্র সৈকতে বলিউডি গান ‘হে উড়ি উড়ি’র সঙ্গে নাচছেন দেবলিনা৷ তাঁর নাচের কায়দাতেই বোঝা যাচ্ছে যে ছুটির আমেজে তিনি মত্ত৷
৯ ডিসেম্বর উত্তমকুমারের নাতি গৌরবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দেবলিনা কুমার৷ লাল বেনারসিতে নজর কেড়ে ছিলেন তিনি৷ করোনার কারণে আত্মীয়-পরিজনদের নিয়েই বসেছিল বিয়ের আসর৷ তবে ইন্ডাস্ট্রির লোকেরা সোশাল মিডিয়াতে শুভেচ্ছা জানিয়েছেন গৌরব ও দেবলিনাকে৷
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
[ad_2]
Source link