বাংলাদেশের বিচার বিভাগের শীর্ষে সুপ্রিম কোর্ট দাঁড়িয়েছে। এটি হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ নিয়ে গঠিত। সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক হিসাবে কাজ করে এবং নাগরিকদের মৌলিক অধিকার প্রয়োগ করে।
অধস্তন আদালত জেলা এবং থানা পর্যায়ে পাশাপাশি বিশেষ ও ট্রাইব্যুনাল আদালত যেমন প্রশাসনিক ট্রাইব্যুনাল, পারিবারিক আদালত, শ্রম ট্রাইব্যুনাল, ভূমি, বাণিজ্যিক, পৌর এবং সামুদ্রিক আদালত বিদ্যমান।
ঊর্ধ্বতন বিচার বিভাগ:
সুপ্রীম কোর্ট বাংলাদেশ সংবিধানের ৯৪ অনুচ্ছেদের ১ ধারা অনুযায়ী দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রীম কোর্ট আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে গঠিত।
অধস্তন বিচার বিভাগ:
পাঁচ শ্রেণির অধস্তন দেওয়ানি আদালত আছে, যথাঃ