[ad_1]

হাইলাইটস

  • ফ্যানদেরও দ্রুত কোভিড টিকা নেওয়ার জন্য অনুরোধ করেন
  • ইনস্টাগ্রাম প্রোফাইলে টিকাকরণের ছবি পোস্ট করে মালাইকা লিখলেন
  • করোনা আক্রান্ত হয়েছিলেন মালাইকার প্রেমিক অর্জুন কাপুর

এই সময় ডিজিটাল ডেস্ক: ৪৫ বছরের উপরে থাকা মানুষজনের করোনার টিকাকরণ শুরু হয়েছে৷ আর তাই তো ৪৭ বছরের মালাইকা অরোরাও চট করে নিয়ে ফেললেন কোভিড টিকা৷ শুক্রবার তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে টিকাকরণের ছবি পোস্ট করে মালাইকা লিখলেন, ‘আমার প্রথম কোভিডের টিকাকরণ হল৷ ’ সঙ্গে মালাইকা ফ্যানদেরও দ্রুত কোভিড টিকা নেওয়ার জন্য অনুরোধ করেন৷ চিকিৎসক, করোনা ওয়ারিয়ারদের ধন্যবাদ জানাতেও ভোলেননি মালাইকা৷
রণবীরের পর এবার করোনায় আক্রান্ত আলিয়া ভাট

গত বছর সেপ্টেম্বর মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মালাইকা অরোরা৷ নিজের ইনস্টাগ্রামে লিখেও ছিলেন তিনি৷ অল্প উপসর্গ নিয়েই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছিলেন মালাইকা৷ আর এবার টিকাকরণ শুরু হতেই চটপট ভ্যাকসিন নিয়ে ফেললেন মালাইকা৷ অন্যদিকে, মালাইকার সঙ্গে সঙ্গে ওই একই সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন মালাইকার প্রেমিক অর্জুন কাপুর৷ তিনিও নিজেকে রেখেছিলেন ঘরবন্দি৷

সম্প্রতি করোনা টিকা নিয়েছেন অমিতাভ বচ্চন৷ অন্যদিকে, বলিউডের বর্ষীয়ান অভিনেতাদের মধ্যে শর্মিলা ঠাকুর, হেমা মালিনী, জীতেন্দ্র, কমল হাসান, রাকেশ রোশন অনেকেই কোভিড টিকা নিয়েছেন৷
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।[ad_2]
Source link

Leave A Comment