[ad_1]

হাইলাইটস

  • এই তালিকায় এবার ঢুকে পড়লেন টলিউডের মিষ্টি নায়িকা
  • মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছিলেন রুক্মিণী
  • আমার শরীর এতটাই খারাপ হয়েছিল

এই সময় ডিজিটাল ডেস্ক: বেড়েই চলেছে করোনার তাণ্ডব! রোজই রোজই সংক্রমণের হার বেড়ে চলেছে৷ একের পর এক মানুষ আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে৷ যেমন খবরে এল বলিউডের অ্যাকশন কুমার অর্থাৎ অক্ষয়ও করোনা আক্রান্ত হয়েছেন৷ এর আগে রণবীর কাপুর করোনা আক্রান্ত হয়ে সবে সেরে উঠেছেন৷ তারপরই করোনা আক্রান্ত হয়ে ঘরবন্দি হয়েছেন আলিয়া ভাট৷ করোনায় আক্রান্ত হয়েছেন মনোজ বাজপেয়ী, সিদ্ধার্থ চতুর্বেদী, আমির খান, সঞ্জয়লীলা ভনশালী, আর মাধবন …তালিকাটা লম্বা৷ আর এই তালিকায় এবার ঢুকে পড়লেন টলিউডের মিষ্টি নায়িকা রুক্মিণী মৈত্র৷ তবে কলকাতাতে নয়৷ বরং মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছিলেন রুক্মিণী৷

রুক্মিণী সেই খবরই দিলেন তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে৷ ইনস্টাগ্রামে রুক্মিণী লিখলেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছিলাম ২১ দিন আগে৷ মুম্বইয়ে লীলাবতি হাসপাতালে ভর্তিও হয়েছিলাম৷ আমার মা অবশ্য নেগেটিভ ছিল৷ আমার শরীর এতটাই খারাপ হয়েছিল যে আমি সবাইকে জানাতে পারিনি৷ এখন আমার করোনার রেজাল্ট নেগেটিভ৷ ১৪ দিন কোয়ারেন্টাইনের পর আমি একেবারে সুস্থ৷ শীঘ্রই কাজ শুরু…’

আগেই খবর ছিল বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবি ‘সনক’-এ অভিনয় করছেন রুক্মিণী৷ এটাই তাঁর প্রথম বলিউড ছবি৷ সেই ছবির শুটিংয়ে ব্যস্ত রুক্মিণী৷ এই ছবির প্রযোজনা করছেন বিপুল শাহ ৷ পরিচালক কণিষ্ক বর্মা৷
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।[ad_2]
Source link

Leave A Comment