[ad_1]
হাইলাইটস
- এই তালিকায় এবার ঢুকে পড়লেন টলিউডের মিষ্টি নায়িকা
- মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছিলেন রুক্মিণী
- আমার শরীর এতটাই খারাপ হয়েছিল
রুক্মিণী সেই খবরই দিলেন তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে৷ ইনস্টাগ্রামে রুক্মিণী লিখলেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছিলাম ২১ দিন আগে৷ মুম্বইয়ে লীলাবতি হাসপাতালে ভর্তিও হয়েছিলাম৷ আমার মা অবশ্য নেগেটিভ ছিল৷ আমার শরীর এতটাই খারাপ হয়েছিল যে আমি সবাইকে জানাতে পারিনি৷ এখন আমার করোনার রেজাল্ট নেগেটিভ৷ ১৪ দিন কোয়ারেন্টাইনের পর আমি একেবারে সুস্থ৷ শীঘ্রই কাজ শুরু…’
আগেই খবর ছিল বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবি ‘সনক’-এ অভিনয় করছেন রুক্মিণী৷ এটাই তাঁর প্রথম বলিউড ছবি৷ সেই ছবির শুটিংয়ে ব্যস্ত রুক্মিণী৷ এই ছবির প্রযোজনা করছেন বিপুল শাহ ৷ পরিচালক কণিষ্ক বর্মা৷
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
[ad_2]
Source link