[ad_1]
হাইলাইটস
- ঠিক এরকমই এক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা
- সোশাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ শ্রীলেখা৷
- কন্যাসম পোষ্যকে হারিয়ে প্রায় বাকরুদ্ধ তিনি৷
ঠিক এরকমই এক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র৷ ফেসবুকে মনের কষ্ট প্রকাশ্যে জানিয়ে দিলেন শ্রীলেখা৷ কন্যাসম পোষ্যকে হারিয়ে প্রায় বাকরুদ্ধ তিনি৷
শ্রীলেখা ফেসবুক পোস্টে পোষ্যের সঙ্গে ছবি আপলোড করে লিখলেন, ‘আমার কন্যাকে হারালাম৷ এই ছবিটা গতকালকেই তোলা হয়েছে৷ কিছু ভালো লাগছে না!’ শ্রীলেখা ছবিটি পোস্ট করেন সোমবার৷
সোশাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ শ্রীলেখা৷ সিনেমা থেকে রাজনীতি সব বিষয় নিয়েই ফেসবুকে নানারকম পোস্ট করেন তিনি৷ তাঁর পোস্ট নিয়ে বিতর্কও ওঠে৷ তবে সেই বিতর্ককে পাত্তা দেন না তিনি৷ সেই শ্রীলেখার ফেসবুকে এরকম এক পোস্ট দেখে নেটিজেনরাও শোকপ্রকাশ করেছেন৷ নেটিজেনরা নিজেদের মতো করে সমবেদনাও প্রকাশ করেছে৷ তবে বাড়ির পোষ্য চলে গেলে যেটা অনুভব হয়, তা সত্যিই ভাগ করে নেওয়াটাও খুব কঠিন ৷
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Source link