হাইলাইটস
- ‘ব্রেদ: ইনটু দ্য শ্যাডোজ’-এ নজর কেড়েছিলেন।
- লুডোতেও পারফরম্যান্স দুর্দান্ত।
- এবার ধোপ দুরস্ত স্টকব্রোকার হিসেবে পর্দা কাঁপাতে আসছেন জুনিয়র বচ্চন।
এই সময় ডিজিটাল ডেস্ক: ‘ব্রেদ: ইনটু দ্য শ্যাডোজ’-এ নজর কেড়েছিলেন। লুডোতেও পারফরম্যান্স দুর্দান্ত। এবার ধোপ দুরস্ত স্টকব্রোকার হিসেবে পর্দা কাঁপাতে আসছেন জুনিয়র বচ্চন। আগামী ৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি দ্য বিগ বুল। তার আগেই মুক্তি পেল ছবির থিম সং। এক্ষেত্রেও কিন্তু চেনা পরিসর ভেঙে দিয়েছে এই ছবি। জনপ্রিয় ইউ টিউবার ক্যারিমিনাটি ওরফে অজয় নাগর কণ্ঠ দিয়েছেন ওই গানে। মাত্র আট ঘণ্টায় ২.৪ মিলিয়ন দর্শক দেখেছেন ওই মিউজিক ভিডিও। বলাবাহুল্য লাইক এবং শেয়ারের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, গত মাসেই মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। পরনে স্যুট, চোখে চশমা। অন্দাজেই বুঝিয়ে দিয়েছিলেন খুব শীঘ্রই আবারও OTT-র পর্দা কাঁপাতে আসছেন তিনি। প্রথম ঝলকেই যা সুপারহিট হয়েছিল ট্রেলারের সিগনেচার ডায়ালগ। ‘ছোটে ঘর মে প্যায়দা হোনে ওয়ালো কো আকসার বড়ে সপনে দেখনে সে মানা কর দেতি হ্যায় ইয়ে দুনিয়া, ইসলিয়ে উসনে আপনি দুনিয়া খড়ি করদি’, অজয় দেবগনের মোহময় কণ্ঠের ওই ডায়ালগ ঘুরপাক খাচ্ছিল নেট পাড়ায়। এদিন একই গতিতে শেয়ার হল ক্যারির কণ্ঠ। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ‘ইশক নমাজা’ গানটি।
আসলে ‘ব্রেদ: ইনটু দ্য শ্যাডোজ’ সিরিজের পর অভিষেকের অনুগামীর সংখ্যা বেশ খানিকটা বেড়ে গিয়েছে। বিগ বুল ছাড়াও হাতে রয়েছে দাসভি, বব বিশ্বাসের মতো প্রজেক্ট। সবকটি ছবির মতোই বিগ বুল নিয়েও দর্শকের প্রত্যাশা অনেকটাই। ছবি যেটুকু অংশ প্রকাশ্যে এসেছে, সেটুকুতেই আসর জমে গিয়েছে।
ছবিতে নেপথ্য কণ্ঠ দিয়েছেন অজয় দেবগণ। ছবির প্রযোজকও অজয়। ছবিতে অভিষেকের বিপরীতে দেখা যাবে ইলিয়ানা ডিক্রুজকে। জ্যোতি মেহতার চরিত্রে অভিনয় করেছেন নিকিতা দত্ত। এছাড়াও ছবিতে দেখা যাবে সুমিত বৎস, রাম কাপুর, সোহম শাহ, লেখা প্রজাপতি, সঞ্জীব পাণ্ডেদের।
প্রসঙ্গত, ১৯৯২ সালের ভারতীয় স্টক মার্কেট স্ক্যামের আধারে তৈরি করা হয়েছে ছবিটি। অভিষেকের চরিত্রও স্টক ব্রোকার হর্ষদ মেহতার ছায়ায় তৈরি। তবে চরিত্রের নাম বদলে হেমন্ত শাহ করা হয়েছে। প্রসঙ্গত, ১৯৯২ স্ক্যান্ডালকে আজও ভারতের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি হিসেবে ধরা হয়।
প্রায় ৫ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ তোলা হয়েছিল হর্ষদ সহ আরও বেশ কিছুজনের বিরুদ্ধে। বলাবাহল্য, এটি ‘মাদার অফ অল স্ক্যামস’। আর সেই কেলেঙ্কারিরই অনেক অজানা তথ্য সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিতে চলেছেন অভিষেক-অজয়রা।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।