ইংরেজি: Wednesday, ১১ September ২০২৪ | বাংলা: ১১ পৌষ ১৪৩১

বাংলাদেশ: ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান। ইনিংসের শেষ ওভার করতে আসা ফারাজ আকরাম দিলেন ১৬ রান। এই ওভারে বাংলাদেশ মারল ৩টি চার (২টি মাহমুদউল্লাহ, ১টি রিশাদ)।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় টি–টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের এই সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেনের দল।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
সিরিজে প্রথম দুই ম্যাচেই টস জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। মুদ্রা নিক্ষেপে আজ ভাগ্য সহায় হয়নি। তবে আগে ব্যাটিং পাওয়ায় ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগও পাচ্ছেন।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল টসের সময় জানিয়েছেন, আজ দলে দুটি পরিবর্তন। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান ও পেসার শরীফুল ইসলামের জায়গায় খেলবেন পেসার তানজিম হাসান এবং বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ:
জিম্বাবুয়েও আজ দলে দুটি পরিবর্তন এনেছে। দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা এবং ফারাজ আকরাম। প্রথম ম্যাচে মাথায় বলের চোট পাওয়া মাসাকাদজা দ্বিতীয় ম্যাচে খেলেননি। পেস অলরাউন্ডার ফারাজ আকরামের সিরিজে এটাই প্রথম ম্যাচ।

বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা ও এইনস্লে এনদোলভু।

জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।

সিরিজে জিম্বাবুয়ের টিকে থাকার লড়াইয়ের এই ম্যাচে টস জিতে অধিনায়ক সিকান্দার রাজা বলেছেন, ‘নতুন বলটা কাজে লাগাতে চাই। (বলকে) কথা বলাতে চাই।’