কুতিনিওর জন্য আরও দুই শ কোটি টাকা খরচের শঙ্কায় বার্সা
বার্সেলোনার আশা ছিল, তিনি দলে এসে আন্দ্রেস ইনিয়েস্তার অভাব পূরণ করবেন। লিভারপুলের হয়ে তখন ফিলিপ কুতিনিও খেলতেনও দুর্দান্ত। খেলার ধরনের মধ্যে সামান্য হলেও আন্দ্রেস ইনিয়েস্তার ওই ঝলকটা দেখা যেত। বার্সার কর্তাব্যক্তিরা তাই এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের পেছনে টাকার বস্তা নিয়ে দৌড়াতে আপত্তি করেননি।