[ad_1]

এই সময় ডিজিটাল ডেস্ক: মাধুরী ম্যাজিক এখনও যে সবাইকে বুঁদ করে রাখতে পারে, তার প্রমাণ বহুবার পাওয়া গিয়েছে৷ তবে সোশাল মিডিয়ায় যেভাবে মাধুরী অ্যাক্টিভ হয়ে, ছবি-ভিডিয়ো শেয়ার করেন তাতে মাধুরীর ম্যাজিক থেকে ছাড়া পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার৷ তার উপর যদি মাধুরীর সঙ্গে চলে আসেন আশা পারেখ, হেলেন, তাহলে তো সোনায় সোহাগা৷

হ্যাঁ, এমনটাই ঘটেছে আজকাল এক রিয়্যালিটি শোতে৷ যেখানে মাধুরীর পাশে বসে আশা পারেখ ও হেলেন৷ চেয়ারে বসেই মাধুরীর সঙ্গে নেচে উঠলেন বলিউড লেজেন্ডরা৷ ‘আচ্ছা তো হম চলতে হ্যায়’ আশা পারেখের সঙ্গে রীতিমতো রোমান্স করে ফেললেন মাধুরী৷ অন্যদিকে, হেলেনের সঙ্গে মুংরা গানে দেখালেন নেশাতুর ভঙ্গি৷

তবে এই প্রথম নয়, এর আগে ওয়াহিদা রহমানের সঙ্গে পান খায়ে সইয়া গানে নেচে ভাইরাল হয়েছিলেন মাধুরী৷

সময়ের ফারাক অনেকটাই৷ তবে দু’জনেই নিজেদের সময়ে ছিলেন বলিউডের কুইন৷ দু’জনের ধারালো অভিনয়ে দর্শক বুঁদ হয়েছিল৷ শুধু অভিনয় কেন? নাচেও ওয়াহিদা রহমান আর মাধুরী বলিউডের পর্দায় ম্যাজিক করেছিলেন৷ ওয়াহিদার গাইড ছবির কথা ভাবুন৷ যেখানে প্রতিটি গানে মন কেড়ে নিয়েছিলেন ওয়াহিদা৷ আর মাধুরী? সেই এক দো তিন থেকে মেরা পিয়া ঘর আয়া, আজা নচলে, হালফিলের তবহা হো গয়ে৷ মাধুরী ম্যাজিক এখনও একইরকম৷ ওয়াহিদাও কম যান না, আর তারই প্রমাণ পাওয়া গেল এক রিয়্যালিটি শোতে!

ডান্স দিওয়ানে সিজন ৩-তে এসেছিলেন বলিউডের লেজেন্ড অভিনেত্রী ওয়াহিদা রহমান৷ সেখানেই বিচারক আসনে ছিলেন মাধুরী দীক্ষিত৷ চেয়ারে বসেই নস্ট্যালজিক হয়ে পড়লেন ওয়াহিদা৷ বেজে উঠল ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ‘হত্যায়ারা’ ছবির গান ‘পান খায়ে সইয়া হামার’৷ ব্যস, আর কি, চেয়ারে বসেই গানের ছন্দে মেতে উঠলেন মাধুরী ও ওয়াহিদা৷ এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ৷ দু’জনের নাচ দেখেই হইহই পড়ে গেল নেটপাড়ায়৷ ভিডিয়োটি ঝড়ের বেগে শেয়ার হচ্ছে৷

ওয়াহিদা রহমান, হেলেন, আশা পারেখ, এসেছিলেন ডান্স দিওয়ানে থ্রিতে৷ তাঁর এক ঝলকই এখন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়৷ ইতিমধ্যেই মাধুরী তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নতুন লুক৷ যা কিনা পছন্দ করেছেন নেটিজেনরা৷


টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।[ad_2]
Source link

Leave A Comment