[ad_1]
হাইলাইটস
- ভোটের উত্তাপে এখন বাংলা সরগরম
- ভিড়ের মাঝে হুট করে মুড বিগড়ে গেল নুসরত জাহানের
- সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিয়ো
কী ঘটল? কেন নুসরতের মেজাজ গেল চটকে?
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিয়ো৷ যেখানে নুসরতকে দেখা গেল রীতিমতো রেগে যেতে৷ আসলে, দলীয় প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে ভোটের প্রচারে অশোকনগরে গিয়েছিলেন নুসরত৷ সারাদিন ধরে হুডখোলা গাড়িতে প্রচারে অংশ নিয়েছিলেন৷ হঠাৎই দলীয় কর্মীরা নুসরতকে অনুরোধ করেন আরও কিছুক্ষণ প্রচারে থাকতে৷ ব্যস,তারপরই মুড বিগড়ে যায় নুসরতের৷ সঙ্গে সঙ্গে জিপ থেকে নেমে যান নুসরত৷ আর ভিডিয়োতে শোনা যায়, নুসরত স্পষ্ট বলছেন, ‘এতক্ষণ মুখ্যমন্ত্রীর জন্য করি না.. ঠাট্টা হচ্ছে…’৷ পুরো বিষয়টিই স্পষ্ট হয়ে ওঠে ভিডিয়োতে৷
এই ভিডিয়ো এখন ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়৷ ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল৷
গত শুক্রবার ভোটের প্রচারে বেরিয়ে পায়ে চোট পান মিমি চক্রবর্তী৷ ব্যথা লাগায় পায়ে বরফও দেননি৷ তারপর একটু বিশ্রাম নিয়ে শুরু করেন প্রচার৷ সেই ভিডিয়োও ভাইরাল হয়েছিল৷

নুসরত জাহান (ছবি ভিডিয়ো থেকে নেওয়া)
Source link